শেকৃবি অ্যালামনাইয়ের অভিষেক-বনভোজন ১০ জুলাই
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমেরিকার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও বনভোজনের আয়োজন করা হয়েছে। আগামী ১০ জুলাই শনিবার সকাল দশটায় লং আইল্যান্ডের সানকিন মেডো পার্কে এটি অনুষ্ঠিত হবে।
শুভেচ্ছান্তে রয়েছেন বনভোজন ও অভিষেক উদযাপন কমিটির কনভেনর এম এ মামুন (৬৪৬-৫৪২-১৪৮৫), বনভোজন ও অভিষেক উদযাপন কমিটির মেম্বার সেক্রেটারি যুগল কিশোর নাথ (৩৪৭-৮২২-৯৮২৭), সাউআ আমেরিকার সভাপতি মীর ফরিদ উদ্দীন আহমেদ ( ৬৪৬-৭০৪-৭৪৩৩)ও সাউআ আমেরিকার সাধারণ সম্পাদক সেকেন্দার আলী (৯১৭-৬২২-৯৩০৮)।
অভিষেক ও বনভোজনে স্বপরিবারে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠান সংক্রান্ত যেকোন তথ্য জানাতে উল্লেখিত নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।