Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউজার্সির কাউন্সিলম্যান সুরমানের ভাগ্নের মৃত্যু

অভিক আহসান

প্রকাশিত: ০৯:২৯, ৮ জুলাই ২০২১

আপডেট: ০৯:৩১, ৮ জুলাই ২০২১

নিউজার্সির কাউন্সিলম্যান সুরমানের ভাগ্নের মৃত্যু

মো. লিপন

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নিউজার্সির প্রসপেক্ট পার্কের কাউন্সিলম্যান সুরমানের ভাগ্নে মো. লিপন।বুধবার মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তাঁর মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন প্যাটারসন সিটি হলের কাউন্সিলম্যান শাহিন খালিক। তিনি লিখেছেন, সড়কে প্রাণ হারিয়েছেন কাউন্সিলম্যান সুরমানের ভাগ্নে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা উল্লেখ করেননি তিনি। লিপনের আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া চেয়েছেন শাহিন খালিক। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।


চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ