নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত আসসাফা ইসলামিক সেন্টারের করজে হাসানাহ পরিশোধে ফান্ড রাইজিং-এর আয়োজন করা হয়েছে। আজ ১৭ জুলাই বিকেল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে চলবে এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমাম হামাদ সেবলি।
ডোনেশন পাঠাতে পারে জেলের (Zelle) মাধ্যমে। নাম: Assafa Islamic Center, Email: [email protected]. এছাড়া চেক পাঠাতে পারেন সরাসরি আসসাফা ইসলামিক সেন্টারে। ঠিকানা: 172 Eldridge Street, New York, NY 10002. অনলাইনে সাহায্য করতে পারেন www.assafaislamiccenter.org
আসসাফা ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব রফিক আহমেদ বলেন, কমিউনিটির বিত্তবান যারা আছেন, তাদেরকে আল্লাহর ঘরে সাহায্য করার এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। অন্যান্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতিও আমার একই আহ্বান থাকবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।