Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলেন কাউন্সিলম্যান মোরশেদ

অভিক আহসান

প্রকাশিত: ০৯:০১, ১৮ জুলাই ২০২১

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলেন কাউন্সিলম্যান মোরশেদ

কাউন্সিলম্যান মোহাম্মদ মোরশেদ

সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হলেন আটলান্টিক সিটির প্রথম নির্বাচিত বাংলাদেশী কাউন্সিলম্যান মোহাম্মদ মোরশেদ। এশার নামাজ শেষে ফেরার পথে একদল বখা্টেদের অতর্কিত হামলার শিকার হন তিনি। গত ১৫ জুলাই বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে।

স্বজনরা জানান, মসজিদ আল হেরা থেকে বেরিয়ে পার্শ্ববর্তী পার্কিং এ গাড়ি আনতে যান তিনি। সেখানে একদল বখাটে অবৈধ কর্মকাণ্ড চালালে তা বারণ করেন মোহাম্মদ মোরশেদ। বাকবিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে প্রচণ্ড মারধর করেন। পরে এক মুসল্লি ৯১১ কল করলে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে আটলান্টিক সিটির হাসপাতালে নিয়ে যায়। 

চিকিৎসকরা জানিয়েছেন, মোহাম্মদ মোরশেদ বেশ আঘাত পেয়েছেন। সবচেয়ে ক্ষত চোখে। একটি চোখের অবস্থা বিপদজনক। দরকার হতে পারে অপারেশনের।

এদিকে, হামলার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে চরম আতংক বিরাজ করছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আটলান্টিক সিটির বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ