![চলে গেলেন বরেণ্য ফটোসাংবাদিক লুতফর রহমান চলে গেলেন বরেণ্য ফটোসাংবাদিক লুতফর রহমান](https://www.channel786.com/media/imgAll/2021May/6-2107261652.jpg)
বরেণ্য ফটোসাংবাদিক লুতফর রহমান
চলে গেলেন বরেণ্য ফটোসাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা লুতফর রহমান বিনু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় সোমবার দুপুরে মৃত্যুবরণ করেন তিনি। বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়র সদস্য ছিলেন তিনি। কমিউনিটি লিডার সৈয়দ এম আলমের নানা লুতফর রহমান বিনু।
সোমবার বাদ আসর দাফন সম্পন্ন হয়েছে বলে জানান সৈয়দ এম আলম। নানার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেন তিনি। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কমিউনিটিসহ সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন তিনি।
এদিকে, বরেণ্য এই ফটোসাংবাদিকের মৃত্যুতে নিউইয়র্কে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন অনেকে।