সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আমেরিকা বাংলাদেশ যৌথ উদ্যোগে সিরাহ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘আন্তর্জাতিক সিরাহ ক্যালিগ্রাফি পেইন্টিং কম্পিটিশন ও প্রদর্শনী-২০২১’ শীর্ষক এই আয়োজন সম্পন্ন হবে গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ-এর উদ্যোগে।
আগামী অক্টোবর মাসে এটি অনুষ্ঠিত হবে ১৫০-১৫ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক-এ অবস্থিত ইসলামিক কালচারাল সেন্টার অব ইউএসএ-তে।
এই আয়োজনের তত্ত্বাবধানে থাকছে এমএম আর্ট ফাউন্ডেশন। স্পন্সর হিসেবে রয়েছে কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল ৭৮৬, সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ, মাদানী হজ গ্রুপ ইউএসএ, দাওয়াহ এবং ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।