হিরোশিমা ডে পোস্টার
হিরোশিমা-নাগাসাকি ট্র্যাজেডি স্মরণে ইন্টারফেইথ পিস সম্মেলন আয়োজন করা হয়েছে। ২৮-তম এই সম্মেলনটি দুই পর্বে অনুষ্ঠিত হবে।
৫ আগস্ট প্রথম পর্বে হিরোমিশা ডে আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দ্বিতীয় পর্ব হবে ৮ আগস্ট নাগাসাকি ডে। রাত আটটায় শুরু হয়ে চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত।
দুটি পর্ব চলবে ভার্চুয়ালি। এতে অতিথি হিসেবে যুক্ত থাকবেন মুহাম্মদ শহীদুল্লাহসহ ইন্টারফেইথ লিডাররা। দিবসের তাৎপর্য নিয়ে চলবে আলোচনা। স্মরণ করা হবে নিহতদের। থাকবে সাংস্কৃতিক নানা আয়োজনও।
১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে মার্কিন বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়! এর তিন দিন পর নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায় দেশটি। এতে হিরোশিমাতে মৃত্যু হয়েছিল প্রায় ১৪০,০০০ বাসিন্দার, নাগাসাকিতে প্রাণ হারান প্রায় ৭৪,০০০ মানুষ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।