আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হকের মা আমেনা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন। গতকাল ২২ আগষ্ট রোববার সন্ধা ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এই উপলক্ষে জ্যাকসন হাইটস্থ প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে শোক ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এটি অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) বিকাল ৬ টায়। স্থান: ৩৭-১৮, ৭৩ স্ট্রিট, স্যুট# ২০২, জ্যাকসন হাইটস। (খাবার বাড়ির পাশেই/দোতলায়, আড়ং-এর পেছনে)।
এক বার্তায় মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনার জন্য স্বজন-সতীর্থদের এই শোক সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।