ঢাকার শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যান ও সংলগ্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা। গতকাল ২৩ আগস্ট বিকেলে সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।
ফোরামের সভাপতি আব্দুল বাসিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহ সভাপতি রাব্বী মোহাম্মদ খোকন ও মনজুর আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন। সভা পরিচালনা করেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসাস-এর মানবাধিকার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন।
সমাবেশে যোগদানকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক কাহী সাখাওয়াত হোসেন আযম, ফোরামের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বিএনপি নেতা জাপর তারুকদার, খলকুর রহমান, মাইনুল ইসলাম চৌধুরী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ইউএসএ’র সভাপতি মোহাম্মদ শাহাদৎ হোসেন রাজু উপস্থিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।