মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনাকারী এক ব্যক্তিকে ছয় বছরের জেল দিয়েছে আদালত। করোনা বিধিনিষেধ জারি করায় গভর্নরকে অপহরণের পরিকল্পনা করে ওই ব্যক্তি।
ছয় বছর কারাভোগের দণ্ড পাওয়া ব্যক্তির নাম টাই গারবিন। এই অপহরণের পরিকল্পনাকারীর তালিকায় ১২ জনের বেশি মানুষ সংশ্লিষ্ট রয়েছে।
বুধবার (২৫ আগস্ট) আদালত তাকে কারাভোগের এই রায় দেয় ও সেই সাথে ২ হাজার ৫০০ ডলার জরিমানা করে।
গভর্নর হুইটমার গত বছর করোনার সংক্রমণ ঠেকাতে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেন। এর মধ্যে অনেক বিধিনিষেধ ইতোমধ্যে উঠে গেছে।
গণমাধ্যমের তথ্য অনুসারে, দণ্ডপ্রাপ্ত আসামী গারবিন মিশিগানের অ্যান্টি-গভর্নমেন্ট প্যারামিলিটারি গ্রুপের সদস্য। এর আগে লানসিং স্টেট ক্যাপিটলে তাণ্ডব চালানোয় এই গ্রুপকে অভিযুক্ত করা হয়। গত বছর হলিডে হোম থেকে গভর্নর হুইটমারকে অপহরণের পরিকল্পনা করে দলটি।
এই দলের ছয়জনকে ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি করা হয় এবং এর মধ্যে শুধু গারবিন (২৫) অভিযুক্ত বলে প্রমাণিত হয়। বাকিদের রাজ্য আদালতে সন্ত্রাসী কার্যকলাপ ও গ্যাং-সম্পর্কিত অপরাধে বিভিন্ন শাস্তি দেওয়া হয়।
গারবিন আদালতে তাদের পরিকল্পনার কথা সবিস্তারে বর্ণনা করেন। গারবিন জানায়, ছয়জন ব্যক্তিকে তার বাড়িতে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই জন্য শ্যুট হাউজ তৈরি করা হয় এবং গভর্নরের হলিডে হাউজে অস্ত্রসহ হামলার পরিকল্পনা করা হয়।
গারবিনের আইনজীবী জানান, তার মক্কেল করোনা বিধিনিষেধের ফলে হতাশ হয়ে যায় ও চাকরি হারানোয় শঙ্কায় পরে যায়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।