মিরসরাই এসোসিয়েশন ইউএসএ-এর উদ্যোগে বার্ষিক ‘বনভোজন-২০২১’ আয়োজন করা হয়েছে। আগামী ২৯ আগস্ট এটি অনুষ্ঠিত হবে ব্রুকলিনের প্রোসপেক্ট পার্কে। এসোসিয়েশনের পক্ষ থেকে বনভোজনে অংশ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই আনন্দ আয়োজনে একজনের ক্ষেত্রে চাঁদার হার নির্ধারণ করা হয়েছে ৫০ ডলার এবং পরিবারের ক্ষেত্রে ৮০ ডলার (সর্বোচ্চ ৪ জন)। ৭ বছরের কম বয়সী শিশুরা বিনা চাঁদায় অংশ নিতে পারবে। বনভোজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার।
বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ হানিফ চৌধুরীকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু তাহের মিয়া, সদস্য সচিব ফখরুদ্দিন ভূঁইয়া, এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আহমিনা আকতার কলি। শুভেচ্ছা জানিয়েছেন মিরসরাই এসোসিয়েশন ইউএসএ-এর সভাপতি মেজবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুল আলম ভূঁইয়া।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।