কমিউনিটির স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল মামুর ইসলামিক স্কুল আয়োজন করেছে ‘টিচার রিক্রুটমেন্ট ফেয়ার’। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কয়েকজন শিক্ষক-কর্মচারি প্রয়োজন। এর মধ্যে রয়েছে- এলিমেন্টারি টিচার, জিম টিচার, অফিস অ্যাসিসটেন্ট এবং সাবস্টিটিউট টিচার পজিশনস।
আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই রিক্রুটমেন্ট ফেয়ার অনুষ্ঠিত হবে আল মামুর ইসলামিক স্কুল প্রাঙ্গনে। সেখানেই প্রার্থীর ইন্টারভিউ হবে। প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর। প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।