Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জাতিসংঘের ফিচারড স্পিকারের সম্মান পাচ্ছেন ফাতিহা আয়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ৩০ আগস্ট ২০২১

জাতিসংঘের ফিচারড স্পিকারের সম্মান পাচ্ছেন ফাতিহা আয়াত

নিউইয়র্কে বসবাস করা বাংলাদেশি বংশোদ্ভূত অসম্ভব প্রতিভাধর ছোট্ট ফাতিহা আয়াত আবারও জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখবেন। শুধু তাই নয়, সংস্থাটি তাকে ফিচারড স্পিকারের সম্মান দিচ্ছে। ১৭২ জন স্পিকারের মধ্যে মাত্র ৮ জন পাচ্ছেন এই বিরল সম্মান, যার মধ্যে ফাতিহা আয়াত একমাত্র মুসলিম ও এশিয়ান।   

বাংলাদেশি বংশোদ্ভূত ৯ বছর বয়সী এই শিশু এর আগেও একাধিকবার জাতিসংঘে বক্তব্য রেখেছেন। এবার আসছে সেপ্টেম্বরে সংস্থাটির সাধারণ অধিবেশনে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ফাতিহা নিজেই। 

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ফাতিহা জানান, আসছে সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৬তম সাধারণ সম্মেলনে ‘সাইন্স সামিট অ্যাট ইউএনজিএ৭৬’ ইভেন্টে আমার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফাতিহা আরও লিখেছেন, দুটি বিষয়ে আমাকে বক্তব্য দিতে হবে। ১. উইম্যান ইন সায়েন্স। ২. সাপোর্টি স্পেস সাইন্স, ডিজিটাল স্কিলস অ্যান্ড কিডস ডেমোক্রেসি ইন আওয়ার ওয়ার্ল্ড। জাতিসংঘে অংশগ্রহণ সাফল্যমণ্ডিত করতে সবার কাছে দোয়া চেয়েছেন ছোট্ট ফাতিহা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ