প্রেসিডেন্ট জো বাইডেন
সোমবার দীর্ঘ ২০ বছরের আফগান যুদ্ধের অবসানের পর মঙ্গলবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের স্টেট ডাইনিং রুম থেকে তিনি এ ভাষণ দেবেন।
সোমবার আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সকল সেনা প্রত্যাহার সম্পন্ন হয়। এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা জানান। সেই সঙ্গে সেনা প্রত্যাহারের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর তালিবানদের কাবুল দখলের পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১লাখ ১৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। তাদের অধিকাংশই গত ২০ বছর যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করেছে। তবে সাধারণ আফগান নাগরিকরাও তালেবানের ভয়ে দেশ ছেড়েছে।
ধারণা করা হচ্ছে, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার ও এই ব্যাপারে তার অবস্থান জাতির কাছে তুলে ধরবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।