Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনা: মৃত ১, শিশুসহ আহত ৬

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২১

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনা: মৃত ১, শিশুসহ আহত ৬

লস এঞ্জেলেসের পাকোইমাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে ও ছয়জন আহত হয়েছেন।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানায়, রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের মধ্যে দুইজন গাড়ির ভেতরেই আটকে পরে। পুলিশ এসে তাদের গাড়ি থেকে উদ্ধার করে।

ফায়ার ডিপার্টমেন্ট সূত্র দুর্ঘটনায় মৃতের নাম, ঠিকানা কিংবা বয়সসহ অন্যান্য তথ্য প্রকাশ থেকে বিরত ছিল। তবে এক প্রত্যক্ষদর্শী জানায় মৃত ব্যক্তিটি একটি সাদা পিকআপ ট্রাক চালাচ্ছিল।

ডিপার্টমেন্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়।

লওরেল ক্যানইয়ন বোলেভার্ডের ১০৪০০ ব্লকের কাছে একটি ভবনের নিচে সাদা পিকআপ ট্রাক এবং লাল সেডান গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে৷

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে এসে দুইজনকে গাড়ির ভিতর থেকে উদ্ধার করে। এরা গাড়ির ভিতর আটকে ছিল। তবে এই দুইজনের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।

এলএএফডি জানায়, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজনের বয়স কম৷ প্রাপ্তবয়স্ক দুইজনের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর এবং অন্যদের অবস্থা মোটামুটি স্থিতিশীল।

দুর্ঘটনায় ভবনের ভিতরের থাকা এক শিশুও আহত হয়। সেডান গাড়িটি দুর্ঘটনার পর ওই ভবনে ধাক্কা দিলে সেখান থেকে এই দুর্ঘটনাটি ঘটে।

পরবর্তীতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং শারীরিক অবস্থা ভালো থাকায় আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ