Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশি মোদাচ্ছেরের খুনিকে ধরতে পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশি মোদাচ্ছেরের খুনিকে ধরতে পুরস্কার ঘোষণা

গত ৯ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির ওজনপার্কে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি মোদাচ্ছের খন্দকারকে। গুলি করার পর আহত অবস্থায় তাকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান ৩৬ বছর বয়সী মোদাচ্ছের।

তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটিতে একইসাথে শোক ও ক্ষোভের জন্ম হয়েছে। ওদিকে, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং খুনিকে আটকের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিউইয়র্ক পুলিশ। খুনিকে ধরতে হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে। 

সেই হ্যান্ডবিলের মাধ্যমে হত্যাকাণ্ডের জড়িতদের ধরতে ৩ হাজার ৫০০ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক পুলিশের ক্রাইম স্টপার বিভাগ থেকে। 

বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে থাকা খুনির ব্যাপারে কারও কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে এ ব্যাপারে ক্রাইম স্টপার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যিনি তথ্য সরবরাহ করবেন, তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ