কমিউনিটির স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান সানিসাইড মুসলিম সেন্টার তথা মসজিদ ইবরাহিম (আ.)-এর উদ্যোগে ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ মার্চ বিকেল সাড়ে ৬টায় এটি অনুষ্ঠিত হয় রিগো পার্কের ৬৩-১০৮ উডহ্যাভেন বুলেভার্ডে অবস্থিত জয়া হলে।
এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন মসজিদ আবু হুরায়রা এর ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ফায়েক উদ্দিন। মূলত সানিসাইড মুসলিম সেন্টারের নতুন ভবন ক্রয় উপলক্ষে এই ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ ফায়েক উদ্দিনসহ অন্যান্য বক্তারা সবাই সানিসাইড মুসলিম সেন্টারকে আর্থিকভাবে সহায়তা করার উদাত্ত আহ্বান জানিয়েছে।
বাংলাদেশি কমিউনিটিকে উদ্দেশ্য করে মাওলানা ফায়েক উদ্দিন বলেন, আপনারা জানেন, সানিসাইড মুসলিম সেন্টারে স্থান সংকুলান না হওয়ায় জুমা, তারাবিহ এবং ঈদের নামাজ আদায় করতে সমস্যা হয়।
‘এর সমাধানে আমরা একটি ভবন ক্রয় করার উদ্যোগ নিয়েছি। তার জন্য ব্যয় হবে ২ মিলিয়ন ডলার। আশাকরি, কমিউনিটির সবাই এগিয়ে এলে আমরা নতুন ভবনটি ক্রয় করতে পারবো।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।