Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে ইকনা রিলিফের উদ্যোগে মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১৪ মার্চ ২০২২

আপডেট: ০০:১৮, ১৪ মার্চ ২০২২

নিউইয়র্কে ইকনা রিলিফের উদ্যোগে মিলনমেলা

ইসলামিক সেন্টার অব নর্থ আমেরিকা তথা ইকনা রিলিফের উদ্যোগে নিউইয়র্কে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘বিল্ডিং ব্রিজেজ ক্রসিং রিভার, অন দ্য পাথ ফরোয়ার্ড’ শীর্ষক এই বাংকুইট অনুষ্ঠিত হয় ১২ মার্চ। লং আইল্যান্ড ম্যারিয়টে অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৬টায়। 

মেগা আয়োজনটিতে নিউইয়র্কের বিভিন্ন স্তুরের ইসলামিক স্কলাররা উপস্থিত ছিলেন। মূল স্পিকার হিসেবে ছিলেন বিশ^খ্যাত দা’য়ী ইমাম সিরাজ ওয়াহহাজ এবং ইমাম খালিদ লতিফ। 

অনুষ্ঠান শেষে ছিল ডিনারের ব্যবস্থা। পুরো আয়োজনে নেতৃত্ব দিয়েছেন আরশাদ জামাল এবং মুভিজ সিদ্দিকী। বক্তরা বলেন, জন্মলগ্ন থেকে বিভিন্নভাবে অসহায় কমিউনিটির পাশে দাঁড়িয়ে আসছে ইকনা রিলিফ। 

‘কমিউনিটির অসহায় অংশকে যাতে এভাবে সাহায্য করা যায়, সেজন্য এগিয়ে আসতে হবে বিত্তবানদেরকে। আমরা যদি কমিউনিটির মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করতে চাই, তাহলে ইকনা রিলিফের হাতকে শক্তিশালী করতে হবে।’


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ