Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ট্রাই-স্টেট ইমাম কাউন্সিলের উদ্যোগে অ্যানুয়াল কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ১৬ মার্চ ২০২২

ট্রাই-স্টেট ইমাম কাউন্সিলের উদ্যোগে অ্যানুয়াল কনফারেন্স

ট্রাই-স্টেট ইমাম কাউন্সিলের উদ্যোগে বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ‘ইসলামিক রিভাইভাল অ্যান্ড রিয়ালিটি ইন আমেরিকা’ শীর্ষক এই কনফারেন্স গতকাল ১৪ মার্চ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত নিউ জার্সির লাইট হাউজ মসজিদ হলে অনুষ্ঠিত হয়।

বার্ষিক এই কনফারেন্সে বিশ^খ্যাত ইসলামিক স্কলাররা বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেছেন। তাদের পাশাপাশি নিউইয়র্কের স্থানীয় আলেম-ওলামারাও এই কনফারেন্সে অংশ নিয়েছেন। 

অতিথিদের মধ্যে ছিলেন শায়েখ দাউদ হক, ড. আকরাম কাসাব, ড. মোহাম্মদ মোসা এবং ড. মোহাম্মদ কাতানানি। বক্তারা ইসলামের সোনালী যুগের কথা উল্লেখ করে বলেন, ধর্ম হিসেবে আবারও ইসলামের পুনর্জাগরণ হবে। 

‘তবে সেই পুনর্জাগরনের জন্য আমাদেরকে পথ তৈরি করে দিতে হবে। এর জন্য সুনির্দিষ্ট কিছু বিষয় এবং পরিস্থিতি তৈরি করতে হবে।’ 

ইসলামের পুনর্জাগরনের জন্য কী কী শর্ত পূরণ করতে হবে, পরবর্তী মুসলিম প্রজন্মকে কীভাবে গড়ে তুলতে হবে, আমেরিকার মতো স্থানে মুসলমানরা নিজেদেরকে প্রস্তুত করেতে পারে- এসব বিষয়ের দিকে আলোকপাত করেন বক্তারা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ