নিউইয়র্ক থেকে প্রচারিত আইবি টিভির বার্তা প্রধান নূপুর চৌধুরী সাংবাদিকতায় নিউজার্সি সিনেট প্রেসিডেন্টের বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ১৪ মার্চ নিউজার্সির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্যে ৩৬ জন নারীকে সন্মাননা প্রদান করা হয়েছে। ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট আয়োজিত ৭ম আন্তর্জাতিক নারী দিবস সন্মাননা পদক প্রদান অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসাইক কাউন্টি ডেমোক্রেটিক দলের চেয়ারপার্সন জন কারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনেটর নেলী পো, এ্যাসেম্বলিম্যান বেনজি ই উইম্বারলি, ক্যাসানোভা, শেরিফ রিচার্ড বার্ডনিকসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।