নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থিত ইকনা আল মারকাজ মসজিদের উদ্যোগে ‘ওয়েলকাম রামাদান’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা তথা ইকনার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অংশ নিয়েছেন প্রায় অর্ধশতাধিক মুসল্লি।
‘ওয়েলকাম রামাদান’ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকনা আল মারকাজের সম্মানিত ডিরেক্টর মো. তারিক রহমান। আসন্ন রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বক্তরা বলেন, একজন মুসলমানের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুনাহ মাফের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর নেই।
বক্তরা আরও বলেন, দিন কয়েকের মধ্যেই পবিত্র রমজান মাস আমাদের সামনে হাজির হবে। এই সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে আমাদের প্রয়োজন সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন। তাই দেরি না করে এখনই এর প্রস্তুতি গ্রহণ করতে হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।