নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার বাংলাদেশি কমিউনিটির সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন। আগামী ৭ এপ্রিল সন্ধ্যায় ওজন পার্কের মতিন রেস্টুরেন্টে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হবে বলে জানান তার লিয়াজোঁ অফিসার মোহম্মদ আলী।
ইফতার পার্টিতে আড়াই শতাধিক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটনসহ পাঁচ বরোর কমিউনিটির নেতারা যোগ দেবেন।
কমিউনিটির অনেকেই তার এই উদ্যোগের প্রশংসা করেছেন। আবার অনেকে এ নিয়ে প্রশ্নও তুলেছেন।
জেনিফার রাজকুমারের লিয়াজোঁ অফিসার মোহম্মদ আলী বলেন, তিনি আলাদাভাবে বাংলাদেশিদের মূল্যায়ন করছেন ও সম্মান দিচ্ছেন, এটা অবশ্যই ইতিবাচক দিক। ইফতার পার্টিতে থাকছে মতিন রেস্টুরেন্টের সব ধরনের হালাল খাবার।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।