Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাবাজার জামে মসজিদের জায়গা ক্রয়ের চুক্তিপত্র সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৪, ১৮ এপ্রিল ২০২২

বাংলাবাজার জামে মসজিদের জায়গা ক্রয়ের চুক্তিপত্র সম্পন্ন

বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবন তৈরির লক্ষ্যে ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয়ের চুক্তিপত্র সম্পন্ন হয়েছে। এই প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি ফান্ডরেজিং কমিটি গঠন করা হয়েছে। 

গত ১৫ এপ্রিল বাংলাবাজার জামে মসজিদে এই কমিটির নাম ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান করা হয়েছে মোহাম্মদ এন মজুমদারকে এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আসেফ বারী টুটুল। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডা. মো. শাহ আলম, ডা. হেলাল উদ্দিন, আহসানুল হক সানী, সোনার বলাই, মোহাম্মদ বাসার, জাফর আহমেদ, মো. আলাউদ্দিন, মামুনুল হক ও ফারুক আমেদ। 

কার্যকরী কমিটির সভাপতি ডা. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক লালন আহমেদও পদাধিকার বলে এই কমিটির সদস্য। 

কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন- ফখরুল ইসলাম, এডভোকেট কায়্যূম চৌধুরী, আবদুর রব দলা মিয়া এবং মাওলানা একেএম আব্দুন নূর।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ