বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন তথা বাপার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ এপ্রিল নিউইয়র্কের জয়া হলে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি করপোরেশনের ডেপুটি মেয়র অ্যানে উইলিয়াম ইসম।
উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি করপোরেশনের উর্ধ্বতন কমর্কতাবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, মুলধারার রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
ইফতার মাহফিলের শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন বাপার সভাপতি কারাম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রিন্স আলম।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক অ্যাটর্নী মঈন চৌধুরী বলেন, বাপার এই আয়োজনের সঙ্গে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি উপস্থিত সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।