ইন্টারন্যাশনাল বাংলা টেলিভিশন তথা আইবিটিভি ইউএসএ-এর উদ্যোগে বর্ণাঢ্য ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ২২ এপ্রিল এটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায়। আয়োজনের উদ্যোগে আরও ছিল সাপ্তাহিক আজকাল এবং কালার্স ম্যাগাজিন।
নূপুর চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগসহ আরও অনেকে।
ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি লিডার ও অ্যাক্টিভিস্টরা। অনুষ্ঠানে যোগ দিয়ে তারা সবাই আইবিটিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সেই অভিনন্দনের জবাবে টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া মাসুদ কমিউনিটির পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করেছেন রেদওয়ানা রহমান রাহী। তাতে মুগ্ধ হয়ে স্টেট সিনেটর জন ল্যু তার হাতে রিকগনিশন অ্যাওয়ার্ড তুলে দেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।