পবিত্র মাহে রমজান শেষে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর উদযাপন করেছেন নিউইয়র্কের মুসলমানরা। বিশেষকরে রাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে ছিল সাজ সাজ রব। মসজিদগুলোতে ঈদুল ফিতরের নামাজের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে হাজার হাজার মুসল্লি সেসব জামাতে অংশ নিয়েছেন। অনেক জায়গায় প্রথমে খোলা মাঠে ঈদের জামাতের আয়োজন করা হলেও আবহাওয়ার নেতিবাচক পূর্বাভাস অনুযায়ী শেষ মুহূর্তে সেসব জামাত বাতিল করা হয়েছে।
নিউইয়র্কের মুসলিম কমিউনিটির অন্যতম বড় মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার তথা জেএমসিতে ঈদুল ফিতরের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। শর্ত অনুযায়ী বাসা থেকে ওজু করে মাস্ক পরিধান করে জায়নামাজ সঙ্গে নিয়ে কয়েক হাজার মুসল্লি এসব জামাতে অংশ নিয়েছেন।
নামাজের পর কমিউনিটি লিডার, অ্যাক্টিভিস্ট, রাজনীতিকরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এ সময় কোথাও কোথাও বিভিন্নভাবে দুস্থ মানুষকে সাহায্য করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।