মার্কিন কংগ্রেসে আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারীতে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ৪ থেকে কংগ্রেসম্যান প্রার্থী বাংলাদেশী-আমেরিকান ডা. মুজিবুল হকের পক্ষে একটি নির্বাচিত প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ মে নিউইয়র্কের লং অ্যাইল্যান্ডে এটি অনুষ্ঠিত হয়।
সভার মধ্য দিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এতে ড. ওয়াদুদ ভূঁইয়াসহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মুজিবুল হক কমিউনিটির জন্য অনেক কিছু করেছেন। এবার কমিউনিটির পক্ষ থেকে মুজিবুল হকের জন্য কিছু করার পালা। ডিস্ট্রিক্ট ৪ থেকে কংগ্রেসম্যান প্রার্থী হিসেবে আমরা তাকে জয়যুক্ত করতে চাই।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।