Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মাহবুবুর রহমানের বই ‘ফ্রিডম ইজ নট ফ্রি’ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ৭ মে ২০২২

মাহবুবুর রহমানের বই ‘ফ্রিডম ইজ নট ফ্রি’ নিয়ে আলোচনা

নিউইয়র্ক প্রবাসী প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমানের 'ফ্রিডম ইজ নট ফ্রি' নামে একটি বই প্রকাশিত হয়েছে সম্প্রতি। আগামী ১৬ মে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ‘ ফ্রিডম ইজ নট ফ্রি' এবং মাহবুবুর রহমানকে নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। 

বিকেল ছয়টা থেকে শুরু হবে আলোচনা। গান, কবিতা এবং আলোচনার এ অনুষ্ঠান আহ্বান করেছেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এমএম শাহীন, টাইম টিভি ও বাংলা পত্রিকার সিইও, সম্পাদক আবু তাহের এবং প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী। 

প্রবাসে সাহিত্য সাংবাদিকতা এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রাজ্ঞজনসহ জনসমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ