সিনিয়র সিটিজেনদের উন্নত জীবন উপহার দেওয়ার সংগ্রামে নিউইয়র্কের সাউথ এশিয়ান কমিউনিটিতে বিশেষভাবে পরিচিত ইন্ডিয়া হোম। প্রতিষ্ঠানটি এবার প্রশাসনের কাছ থেকে বয়োবৃদ্ধদের অধিকার আদায়ে একটি সমাবেশ করেছে।
গত ৫ মে সিটি হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭তম লাইভ অন অ্যাডভোকেসি দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ইন্ডিয়া হোমের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া মূলধারার রাজনীতিকরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, সিনিয়র সিটিজেনদের জন্য সরকারের বাজেট আরও বাড়াতে হবে। তাদের নিরাপত্তা এবং স্বাস্থ্যকর জীবনের জন্য আরও সুস্পষ্ট পরিকল্পনা হাতে নিতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- কাউন্সিল মেম্বার ক্রিস্টাল হুডসন, গালে ব্রেয়ার, লিন্ডা লি, কারলিনা রিভেরা, ডারলিন মিলি, আমান্দা ফারিয়াস, এরিক ডিনোউইটজ এবং এরিক বোচার।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।