জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানুসহ ৫ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্ট পার্টি হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকাকে সিন্ডিকেটের কবল থেকে উদ্ধারের আহ্বান জানানো হয়।
ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সমাবেশে স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু, সহ সভাপতি পদপ্রার্থী শাহ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মিসবা উদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহীদুল হককে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মুহিদুল ইসলাম লোপা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ-এর সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল, সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উদ্দিন।
এছাড়া এস্টোরিয়া আল আমিন মসজিদের সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সভাপতি মির্জা মামুন রশিদ উপস্থিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।