নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অন্যতম বন্ধু বলে বিবেচনা করা হয় কাউন্সিলম্যান জেমস এফ জেনারোকে। এই রাজনীতিকের উদ্যোগে এবার কুইন্সে ফ্যামিলি ডে উদযাপনের আয়োজন করা হয়েছে। কুইন্সের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এই আয়োজন সম্পন্ন হচ্ছে।
গত ২১ মে জ্যামাইকার রুফস কিং পার্কে ফ্যামিলি ডে উদযাপনের মাধ্যমে এর শুরু হয়। সেই ধারাবাহিকতায় গত ৫ জুন ক্যাপ্টেন টিলি প্লে গ্রাউন্ডে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আয়োজন সম্পন্ন হয়েছে।
এতে মিডিয়া পার্টনার ছিল চ্যানেল ৭৮৬। মূলত শিশুদেরকে কেন্দ্র করেই এই ফ্যামিলি ডে আয়োজন করা হয়েছিল। খোলা মাঠে প্রকৃতির সান্নিধ্যে শিশুরা মেতে উঠে বিভিন্ন খেলায়। তাদের জন্য ছিল বেশি কিছু ক্রিয়েটিভ কম্পিটিশন।
এর মধ্যে চিত্রাঙ্কন, গেমস, সঙ্গীত, মুখমণ্ডল আঁকাসহ আরও অনেক কিছু। এছাড়া তাদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা। ক্যাপ্টেন টিলি প্লে গ্রাউন্ডে উপস্থিত শিশু এবং তাদের অভিভাবকদের উদেশ্যে বক্তব্য রাখেন কাউন্সিলম্যান জেমস এফ জেনারো।
তিনি বলেন, এই আয়োজনের ভেতর দিয়ে আমরা একে অপরের সঙ্গে মিশতে পারছি, যা কমিউনিটিতে এগিয়ে নিতে সহযোগিতা করবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।