Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সেক্টর কমান্ডারস ফোরাম ইউএসএ-এর নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৩, ১০ জুন ২০২২

সেক্টর কমান্ডারস ফোরাম ইউএসএ-এর নতুন কমিটি ঘোষণা

বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারীকে সাধারণ সম্পাদক করে সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ-৭১ এর যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

সম্প্রতি জ্যাকসন হাইটসের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিদায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী। 

সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু ও হারুন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, কোষাধ্যক্ষ আলীম খান আকাশ।

এছাড়া নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দী, হাজী জাফরউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, শামসুল আলম চৌধুরী, আমির আলী এবং শামীম আকতারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ