Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মহানবীকে কটূক্তি, ব্রঙ্কস মুসলিম কমিউনিটির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ১৫ জুন ২০২২

মহানবীকে কটূক্তি, ব্রঙ্কস মুসলিম কমিউনিটির বিক্ষোভ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ব্রঙ্কস মুসলিম কমিউনিটির উদ্যোগে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গত ১২ জুন এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাবাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি। 

বক্তারা বলেন, মহানবী (সা.) এর শানে কোনো প্রকার অবমাননা মানে সারা বিশ্বের মুসলমানদের বুকে আঘাত করা। ভারতের ক্ষমতাসীন সরকারকে এই গুরুত্ব অনুধাবন করতে হবে। অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। ভবিষ্যতে কেউ যেন এমন কটূক্তি করতে না পারে, সেজন্য আইনি ব্যবস্থা নতে হবে। 

বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে সমাবেশে দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ