Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এন মজুমদারকে সংবর্ধনা দেবে ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৮, ১৬ জুন ২০২২

আপডেট: ০১:৩০, ১৬ জুন ২০২২

এন মজুমদারকে সংবর্ধনা দেবে ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি

বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আইনজীবী এন মজুমদারকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘প্রেসিডেন্সিয়াল ভলান্টিয়ার সার্ভিস এওয়ার্ড’ প্রাপ্তি উপলক্ষে এই আয়োজন করেছে ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি। 

আগামী ২৭ জুন বিকেল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এই আয়োজন সম্পন্ন হবে ব্রঙ্কসের ১৪৫১ ইউনিয়ন পোর্ট রোডে অবস্থিত গোল্ডেন প্যালেসে। 

সংবর্ধনা অনুষ্ঠানটির আহ্বায়ক করা হয়েছে আব্দুল গাফফার চৌধুরীকে এবং সদস্য সচিব করা করা হয়েছে এমডি আলাউদ্দিনকে। 

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে থাকবে দোয়া, আলোচনা, স্মৃতিচারণ ও প্রীতিভোজ। এমন আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি কর্তৃপক্ষকে আগাম ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ এন মজুমদার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ