নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট অ্যাক্টিভিস্ট এবং ফেঞ্চুগঞ্চ অর্গানাইজেশন অব ইউএসএ-এর দুইবারের সভাপতি মো. আব্দুস শহীদ মারা গেছেন। (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ১৬ জুন মাউন্ট সিনাই হাসপাতালে তার মৃত্যু হয়।
বাংলাদেশে তার বাড়ি ফেঞ্চুগঞ্জের মাইজগাও গ্রামে। দীর্ঘদেন থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন। গত চার মাস আগে তার ওপেন হার্ট সার্জারি হয়। এরপর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান।
দুই মাস না যেতেই আবার হার্ট অ্যাটাক হয় আব্দুস শহীদের। এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। তার মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। আজ শুক্রবার পার্কচেস্টার জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।