Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আসসাফা ইসলামিক সেন্টারের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ২৯ জুন ২০২২

আসসাফা ইসলামিক সেন্টারের নতুন কমিটি ঘোষণা

নিউইয়র্কের প্রথিতযশা দ্বীনি প্রতিষ্ঠান আসসাফা ইসলামিক সেন্টারের নতুন এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৪ সাল পর্যন্ত নতুন এই কমিটি দায়িত্ব পালন করবে। আসসাফা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত গত ২৬ জুনের সাধারণ সভা থেকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। 

চিফ ইলেকশন কমিশনার আলহাজ শামসুল ইসলাম কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুলতান আহমেদ জসিম এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মুফতি হাফিজ লুৎফর রহমান কাশেমি। 

নতুন কমিটি সুচারুরূপে দায়িত্ব পালনের আশা প্রকাশ করে বলেন, আসসাফা ইসলামিক সেন্টারকে এগিয়ে নিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। এজন্য কমিউনিটির সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ