ব্রঙ্কস মুসলিম সেন্টারের উদ্যোগে অ্যানুয়ান গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্রঙ্কস মুসলিম সেন্টারের নিজস্ব ভবনে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন প্রফেসর ড. শেখ আমুদ সিলভি।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কমিউনিটি লিডাররা উপস্থিত ছিলেন। অভিভাবকরা ব্রঙ্কস মুসলিম সেন্টারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই আয়োজন তাদের সন্তানদের অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে।
অন্যদিকে, প্রফেসর ড. শেখ আমুদ সিলভি বলেন, তোমরা আগামী পৃথিবীর নেতৃত্ব দেবে। সেজন্য এখন থেকেই তোমাদেরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। আজকের এই আয়োজনে সনদ গ্রহণের জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।