নিউইয়র্কের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান বিএমএমসিসি ইসলামিক স্কুলের সামার সেশনের টিচার্স ট্রেনিং সম্পন্ন হয়েছে। গতকাল ৪ জুলাই প্রতিষ্ঠানটির হলরুমে এই ট্রেনিং অনুষ্ঠিত হয়। পরদিন ৫ জুলাই থেকে ইসলামিক স্কুলটির সামার সেশন শুরু হয়েছে।
ট্রেনিংয়ে প্রশিক্ষক হিসেবে ছিলেন কোরআন একাডেমি ফর ইয়াং স্কলার বিএমএমসিসির সিনিয়র শিক্ষক ড. মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট এবং হাইস্কুল টিচার ড. জাহাঙ্গীর কবীর, পাবলিক স্কুল টিচার হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষকরা ছাত্র ছাত্রীদের শৃঙ্খলার সাথে ও সহজভাবে শিক্ষাদানের বিভিন্ন কলা-কৌশল নিয়ে বিস্তর আলোচনা করেছেন।
এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা বেলাল হোসাইন, মাওলানা রফিক উদ্দিন, হাফেজ মাওলানা আবু তাহের, হাফেজ আলী আকবর, হাফেজ তাওহিদুর রহমান চৌধুরী, হাফেজ আবদুল্লাহ মুত্তাকি।
এছাড়া শিক্ষিকাদের মধ্যে আলেয়া বেগম সুমী, মাসুমা ইয়াসমীন ও সুফিয়া খানম ইমু উপস্থিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।