Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে ড্রামা সার্কেলের আয়োজনে নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৯, ৮ জুলাই ২০২২

নিউইয়র্কে ড্রামা সার্কেলের আয়োজনে নাট্যোৎসব

নিউইয়র্কের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কেলের আয়োজনে নাট্যোৎসব ও সামার ফেস্টিভ্যাল শুরু হবে। আগামী ৩১ জুলাই উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য নাট্য উৎসবে  ড্রামা সার্কেল ছাড়াও যোগ দিচ্ছে ঢাকা ড্রামা, শিল্পাঙ্গন এবং নাগরিক আনসাম্বল। 

নাট্যোৎসব শুরু হবে বিকেল ৪টায়, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হবে সামার ফেস্টিভ্যাল। এর সাংস্কৃতিক পর্বে অংশ নেবে নিউইয়র্কের বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। 

গান গাইবেন বেশ কয়েকজন গুণী জনপ্রিয় শিল্পী এবং ব্যান্ড। বিউটি দাস, তৃনীয়া হাসান, চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, আনোয়ারা অ্যানা, কান্তা আলমগীর, সায়ান এবং ফারহানা তুলি রাতের সঙ্গীতানুষ্ঠানে থাকবেন বলে জানানো হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ