নিউইয়র্ক সিটিতে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে ইমিগ্রান্ট এন্ডার হোমকেয়ার। সম্প্রতি সেই কাজের স্বীকৃতি মিলেছে নিউইয়র্ক ষ্টেটের হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে, ইমিগ্রান্ট এন্ডার হোমকেয়ার অর্জন করেছে লিড এফ আই অ্যাওয়ার্ড।
ইমিগ্রান্ট এন্ডার হোম কেয়ার সুনামের সাথে এবং হেলথ ডিপার্টমেনট এর আইন কানুন মেনে বাংলাদেশী কমিউনিটিসহ অন্যান্য আমেরিকানদের হোমকেয়ার সেবা দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং সিইও কমিউনিটির সুপরিচিত মুখ আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি এবং আমেরিকার মুল ধারার রাজনীতির পথিকৃৎ গিয়াস আহমেদ।
ইমিগ্রান্ট এন্ডার হোম কেয়ারের কর্পোরেট অফিস জ্যাকসন হাইটসে থাকলেও এর শাখা অফিস বাফেলো, অ্যালবেনি, ব্রঙ্কস, ওজোন পার্ক, জ্যামাইকা, লং আইল্যান্ড ও ম্যানহাটানে অবস্থিত।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।