নিউইয়র্কের সাউথ এশিয়ান কমিউনিটির কাছে সুপরিচিত নাম ‘এ সেন্টার ফর সিনিয়র কেয়ার’ স্লোগানে পরিচালিত ইন্ডিয়া হোম। নানা কর্মসূচির মাধ্যমে কমিউনিটিতে বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
সেই ধারাবাহিকতায় এবার জ্যামাইকায় বিনামূল্যে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। গত ১৪ জুলাই জ্যামাইকা মুসলিম সেন্টার তথা জেএমসির দেশি সিনিয়র সেন্টারে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়।
মানবিক এই কার্যক্রমের সহযোগিতায় ছিল নিউ জেরুজালেম অরশিপ সেন্টার এবং প্রোজেক্ট নিউইয়র্কার। পুরো আয়োজনে অর্থায়ন করেছে মেট কাউন্সিল।
এতে উপকারভোগীরা ইন্ডিয়া হোমের ভূয়সী প্রশংসা করেছেন। একইসাথে ইন্ডিয়া হোমের পক্ষ থেকেও এমন চ্যারিটি কার্যক্রম আরো বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।