Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশি আমেরিকান স্কুল সেফটি অফিসারদের বনভোজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ২৯ জুলাই ২০২২

আপডেট: ০০:৫১, ২৯ জুলাই ২০২২

বাংলাদেশি আমেরিকান স্কুল সেফটি অফিসারদের বনভোজন

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশি স্কুল সেফটি অফিসারদের সংগঠন বাংলাদেশী-আমেরিকান স্কুল সেফটি অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে এই আয়োজন সম্পন্ন হয়।

দিনব্যাপী বনভোজনে বাংলাদেশী বংশোদ্ভূত স্কুল সেফটি অফিসার এবং তাদের পরিবারের সদস্যরা যোগ দেন। প্রকৃতির নয়নাভিরাম সবুজে ঘেরা বেলমন্ট লেক স্টেট পার্কের ব্রিচ প্যাভিলিয়ন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। 

দুপুরে ছিলো সম্পূর্ণ বাঙালী ভুরিভোজের আয়োজন। এরপর শুরু হয় পরিচিতি পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাসসা সদস্য ও তাদের পরিবারের মধ্য থেকে অনেকেই সংগীত পরিবেশন করেন। 

সবশেষে ছিলো পুরস্কার বিতরণী ও আকর্ষণীয় রাফেল ড্র। এতে ছিলো সোনার চেইন, টিভি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ফোন সহ অনেক আকর্ষণীয় সব পুরস্কার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ