নিউইয়র্ক সিটিতে, বিশেষকরে এখানকার বাঙালি কমিউনিটিতে সুপরিচিত নাম বিসমিল্লাহ হালাল লাইভ পোলট্রি। শুধু নিউইয়র্ক নয়, এর সুনাম ছড়িয়ে পড়েছে নিউজার্সি, কানেকটিকাট, পেনসেলভেনিয়া, মেরিল্যান্ড, এমনকি ওয়াশিংটন ডিসিতেও।
‘শরিয়াহ বোর্ড অব নিউইয়র্ক’ এর সার্টিফিকেট পাওয়া বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠান উত্তর আমেরিকার মতো জায়গায় মুসলমানদের কাছে হালাল খাবার পৌঁছে দিচ্ছে। এখানে পাওয়া যায় যে কোনো প্রকার মুরগি, গরু, ভেড়া, ছাগলসহ সব ধরনের হালাল মাংস।
এছাড়া সাগর-নদীর মাছসহ বাংলাদেশের খাল-বিলের অনেক মাছও এখানে পাওয়া যায়। এসব কারণে বিসমিল্লাহ হালাল লাইভ পোলট্রি কমিউনিটিতে ভীষণ জনপ্রিয়।
মাছ-মাংসের পাশাপাশি ক্রেতার চাহিদা অনুযায়ী এই মার্কেট থেকে সরবরাহ করা হচ্ছে সকল প্রকার গ্রোসারি পণ্য। ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারির ব্যবস্থাও করা হয়েছে। ফোন নম্বর- ৭১৮-২০৫-৭২০০ এবং ৯১৭-২৯৫-৪০১১।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।