নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ‘এশিয়ান অ্যাডভাইজার’ নিযুক্ত হলেন বাংলাদেশি আমেরিকান ফাহাদ সোলায়মান। গত ১০ আগস্ট সিটি হলে এক অনুষ্ঠানে ফাহাদ সোলায়মান শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে মেয়র এরিক এডামস ও মেয়রের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার দিলীপ চৌহান উপস্থিত ছিলেন।
নিলফামারীর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এম এম সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ফাহাদ সোলায়মান দীর্ঘদিন ধরেই ডেমোক্রেটিক পার্টির সাথে কাজ করছেন। ইতোপূর্বে তিনি কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস-এর ডেলিগেট এবং কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এর মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফাহাদ সোলায়মানের এই নিয়োগে কমিউনিটির বিশিষ্টজনরা সিটি মেয়র এরিক এডামসকে ধন্যবাদ জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।