যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীর সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ-এর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের লং আইল্যান্ডে ওরিয়েন্ট বিচ স্টেট পার্কে গত ৭ আগস্ট অনুষ্ঠিত এই বনভোজনে আমন্ত্রিত অতিথিসহ পাঁচ শতাধিক টাঙ্গাইলবাসী অংশ নেন।
ব্রঙ্কসের সুপরিচিত স্পাইস আপ রেস্টুরেন্ট পরিবেশিত দুপুরের খাবার গ্রহণের পর শুরু হয় সঙ্গীত, মহিলাদের মিউজিক্যাল পিলো আর র্যাফেল ড্র। সঙ্গীত পরিবেশন করেন- মনিকা দাস, সেলিনা পারভীন, সালমা নিগার, নাসরীন চৌধুরী ও আফরোজা মহসীন মিনি।
র্যাফল ড্রতে ছিল আকর্ষণীয় পুরস্কার। এছাড়া বনভোজন কমিটির অন্যতম সদস্য মাহবুব শাহেদ খানের পরিচালনায় পুরুষদের ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় শাহেদ-সালাহউদ্দিন জুটি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।