বাস-সাবওয়ে এবং চলতি পথে রাস্তা-ঘাটকে ময়লা-আবর্জনামুক্ত রাখার অভিপ্রায়ে জনসচেতনতা সৃষ্টির ব্যতিক্রমধর্মী একটি কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে নিউইয়র্কের ‘গ্রিন টাচ’ নামক একটি সংগঠন।
১৪ আগস্ট দুপুরে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘আসুন সকলে মিলে পরিষ্কার করি, দূষণমুক্ত রাখি’ স্লোগানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক র্যালিতে মিলিত হন। সাথে ছিল ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য প্রয়োজনীয় উপকরণ।
‘গ্রিন টাচের’ প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান ভিক্টর ইলাহি তার বক্তব্যে সকলকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, আইন করে কখনওই কিছু সম্ভব হয় না হান্ড্রেড পার্সেন্ট।
জেবিবিএ-এর একাংশের সভাপতি মাহাবুবুর রহমান টুকু বলেন, মানুষের সামগ্রিক কল্যাণে ‘গ্রিন টাচ’ এর সকল কর্মসূচির সাথে আমি সব সময় রয়েছি। সামনের দিনেও সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে।র্যালিতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সংস্থাটির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।