Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মিশিগানে বাংলাদেশ দূতাবাসের সচিব লাঞ্ছিত, কনস্যুলেট সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ২৫ আগস্ট ২০২২

মিশিগানে বাংলাদেশ দূতাবাসের সচিব লাঞ্ছিত, কনস্যুলেট সেবা বন্ধ

ফাইল ছবি

মিশিগানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মুহাম্মদ আব্দুল হাই মিল্টন লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২১ আগস্ট রাত ১০টার দিকে ডেট্রয়েট ডাউনটাউন নদীর পাড়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর মিশিগানের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

পরদিন ২২ আগস্ট দূতাবাসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, সচিব মুহাম্মদ আব্দুল হাই মিল্টনসহ দূতাবাস কর্মকর্তারা ডেট্রয়েট ডাউনটাউন নদীর পাড়ে ঘুরতে যান। ওই সময় মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিসের দাবিতে স্মারকলিপি দেওয়ার জন্য নদীর পাড়ে যান ৭-৮ জনের একটি দল। 

দূতাবাস সচিব মুহাম্মদ আব্দুল হাই নদীর পাড়ে স্মারকলিপি গ্রহণ করেননি। দূতাবাসের অফিসিয়াল ই-মেইলে পাঠানোর পরামর্শ দেন। এতে ক্ষেপে যান তারা। তারা মিল্টনকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধর করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ