মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি অফিস মিলনায়তনে ওয়াল গ্রীন ফার্মাসির টেকনিক্যাল সাপোর্ট এবং স্পন্সরশিপে এই কর্মসূচি পালিত হয়।
হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামলীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলীর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন বাংলা সিডিপ্যাপ সার্ভিসের স্বত্ত্বাধিকারী আবু জাফর মাহমুদ।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল।
এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- কার্যকরী সদস্যা শাহানারা রহমান, জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, শো টাইম মিউজিকের স্বত্ত্বাধিকারী আলমগীর খান আলম, ইকে টেকনোলোজির স্বত্ত্বাধিকারী আ: কাদের মিয়া, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন ও যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী প্রমুখ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।