নিউইয়র্কে পালকি নামের একটি অ্যাপস উদ্বোধন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় সব টিভি চ্যানেল এক একসাথে দেখা যাওয়ার এই অ্যাপস উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সাংবাদিক সুলতানা রহমান এবং শামীম আল আমীনের উপস্থাপনায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নিউইয়র্কের বাংলাদেশিরা এখানে আরেকটি বাংলাদেশ গড়ে তুলেছেন।
প্রযুক্তিময় বিশ্বে নতুন অ্যাপস পালকি সারা বিশ্বের বাঙালিদের একসূত্রে নিয়ে আসবে। জানা যায়, পালকি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের স্যাটেলাইটে যতগুলো টিভি চ্যানেল আছে, সবগুলো দেখা যাবে।
হাতের মুঠোয় টিভি দেখতে গিয়ে দর্শক থামতে পারবেন, ফিরে গিয়ে আবার দেখতে পারবেন। তিনি বলেন, প্রযুক্তিক্ষেত্রে বাংলাদেশ অনেক দূরদর্শী চিন্তা নিয়ে এগিয়ে চলেছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।