নিউইয়র্কে সুস্বাদু ও হালাল খাবারের বিস্বস্ত নাম খলিল বিরিয়ানি হাউস। জনপ্রিয়তার কারণে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানের পরিধি বেড়েছে। সেই ধারাবাহিকতায় এবার জ্যামাইকায় এর শাখার খোলার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মোহাম্মদ খলিলুর রহমান।
আগামী ১৯ অক্টোবরের এই অনুষ্ঠান সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান।
প্রসঙ্গত, চালু হওয়ার পর থেকেই স্বাদে ও মানে কমিউনিটিতে বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে খলিল বিরিয়ানি হাউস।
নতুন নতুন রেসিপি আবিষ্কার করে ভোজনরসিকদের চমকে দিতে পছন্দ করেন খলিলুর রহমান। তেমনই দুটি নাম বাইডেন বিরিয়ানি ও হান্ডি বিরিয়ানি। এই দুই রেসিপির পাশাপাশি খলিল বিরিয়ানি হাউসের জ্যামাইকা শাখায় আরও থাকবে মোরগ পলাও কাচ্ছি বিরিয়ানি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।